এক বর্ণময় ব্যক্তিত্ব ( A Colourful Personality ) সমর চন্দ্র দে Website : www. m athwithsamar.blogspot.com তিনি ছিলেন বর্ণময় চরিত্রের অধিকারী। তিনি নিজের গিরোলামো কারদানো { Gerolamo Cardano} ( 1501-1576) খ্রীস্টাব্দ আত্নজীবনীমূলক গ্রন্থ দ্য ভিতা প্রপিয়া লিবের (De Vita Propria liber) এ নিজের সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি ছিলেন বদমেজাজি, কলহপ্রিয়, একরোখা, ধূর্ত, কুটিল, ফন্দিবাজ, ঠোঁটমোটা, পরিশ্রমী, জেদী, অধৈর্য্য, লোভী এবং সর্বোপরি মিথ্যেবাদী।যিনি নিজেকে এরূপে বর্ণনা করতে পারেন, তিনি ঘোড়েল হতে পারেন, কিন্তু তার সত্যবাদীতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। এই বর্ণনা থেকে একটি জিনিস বোঝা যায় যে তার বন্ধু না থাকলেও শত্রুর অভাব ছিল না। এই প্রসঙ্গে গণিতজ্ঞ নিকলো তার্তাগলিয়া ( Niccolo Tartaglia ) সঙ্গে তাঁর ঝগড়া গণিতজ্ঞ মহলে স্মরণীয় হয়ে আছে। গণিতজ্ঞ নিকালো ফোন্তানা তার্তাগলিয়া ( Niccolo Fontana Tartaglia) ভীষণ তোতলা ছিলেন। ইতালিয়ান ভাষায় যাকে বলা হত তার্তাগলিয়া ( Tartag li a) । তাই সবাই তাঁকে নিকলো তার্তাগলিয়া ( Niccolo Tartaglia ) ...
Thank you
ReplyDeleteFor your information
Thank you sir
ReplyDeletePlease leave a solition fir this paper
ReplyDeleteHello sir i am kaushal
ReplyDeleteThank you sir for giving me thi website
ReplyDelete